জ্বালানির মূল্যবৃদ্ধিতে পুরীর বার্তা, সৌদি আরব ও উপসাগরীয় দেশের সাথে কথা বলছি

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ভারতে পেট্রোল ও ডিজেলের দাম নিত্যদিনই বাড়ছে। পেট্রোল ও ডিজেলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের মাথায় হাত। দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের। এমতাবস্থায় কেন্দ্রীয় জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করছি।

পেট্রোল ও ডিজেলের দাম বাড়া মানেই মূল্যবৃদ্ধি হবে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। এটাই তো স্বাভাবিক। দিল্লি থেকে কলকাতা, চেন্নাই থেকে মুম্বই দেশের সর্বত্র বেড়েই চলছে পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার সাংবাদিদকের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, সৌদি আরব, উপসাগরীয় দেশ এবং রাশিয়ায় আমার প্রতিপক্ষের সাথে কথা বলছি…আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করছি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *