BRAKING NEWS

ক্যান্সারের মতো রোগের চিকিৎসার জন্য দেড় লক্ষ বিশেষ কেন্দ্র তৈরির সিদ্ধান্ত : মনসুখ মান্ডব্য

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য দেড় লক্ষ স্বাস্থ্য ও আরোগ্য কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই তার মধ্যে প্রায় ৭৯ হাজার এমন কেন্দ্রের উদ্বোধনও করা হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য পরিকাঠামো বিষয়ে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ১৫৭টি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দিয়েছেন। মেডিকেল ছাত্র-ছাত্রীদের জন্য আসন প্রায় দ্বিগুণ করা হয়েছে…মানুষকে সাশ্রয়ী মূল্যের চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করে চলেছি।

১২ থেকে ১৮ বছর বয়সীদের দেওয়া যাবে জাইডাস ক্যাডিলার ‘জাইকোভ-ডি’। এই টিকার দাম কত হবে, এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শিশুদের ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’ এর মূল্য নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি করোনাভাইরাসের নতুন প্রজাতি এওয়াই.৪.২ প্রসঙ্গে মনসুখ মান্ডব্য জানিয়েছেন, “একটি টিম নতুন কোভিড প্রজাতি এওয়াই.৪.২ নিয়ে অনুসন্ধান করছে…আইসিএমআর এবং এনসিডিসি টিম বিভিন্ন প্রকারের অধ্যয়ন ও বিশ্লেষণ করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *