BRAKING NEWS

Indigenous leader Birsa Munda : আদিবাসী নেতা বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন করবে কেন্দ্র, ‘মন কি বাতে’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স) : এবার আদিবাসী নেতা বীরসা মুণ্ডার জন্মজয়ন্তী পালন করবে কেন্দ্র। রবিবার তাঁর ৮২তম ‘মন কি বাতে’ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে দেশজুড়ে একতা দিবস পালনের কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

রবিবার ছিল প্রধানমন্ত্রীর ৮২তম ‘মন কি বাত’। শুরু থেকেই স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন প্রধানমন্ত্রী। সবেমাত্র টিকাকরণের ১০০ কোটির মাইল ফলক পেরিয়েছে ভারত। এই সাফল্যের সমস্ত কৃতিত্বই দেশের স্বাস্থ্যকর্মীদের দিলেন মোদী। তাঁদের অক্লান্স পরিশ্রমের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। তাঁর কথায়, “টিকাকরণে ভারত তাঁর শক্তি দেখিয়ে দিয়েছে। এটা সম্ভব হয়েছে স্বাস্থ্যকর্মীদের পরিশ্রমের জন্যই।” এ কথা বলতে গিয়ে দেশবাসীকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দেন তিনি। একইসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেীর স্মৃতিচারণাও করেন তিনি।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ৩১ অক্টোবর একতা দিবস পালিত হবে। এদিন থেকেই দেশের তিনটি প্রতিযোগিতার সূচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের যুব সম্প্রদায়কে দেশাত্মবোধক গান রচনায় উৎসাহ দিতে কেন্দ্রের তরফে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। শুরু হচ্ছে রঙ্গোলি ও লোরি প্রতিযোগিতাও।

এদিনের মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন ভগবান বীরসা মুণ্ডার কথাও। আগামী মাসে দেশজুড়ে তাঁর জন্মদিন পালনের কথা জানান মোদি। তাঁর কথায়, “বীরসা মুণ্ডা আমাদের নিজের সংস্কৃতি, পরিবেশ এবং অবিচারের বিরুদ্ধে লড়াই করতে শিখিয়েছেন। আজকের যুব প্রজন্মের উচিত তাঁর জীবন সম্পর্কে পড়া এবং জানা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *