মূল্যবৃদ্ধি-কালোবাজারি রুখতে তৎপর ইবি, অভিযান সল্টলেক ও ব্যারাকপুরের বাজারে

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে সল্টলেক ও ব্যারাকপুরের বাজারে হানা দিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। শনিবার সকালে সল্টলেকের বিভিন্ন বাজারে অভিযান চালান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। মূল্যবৃদ্ধির পরিস্থিতি খতিয়ে দেখেন তাঁরা। সল্টলেকের চারটি বাজার পরিদর্শন করে দেখেন আধিকারিকরা। কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গেও।

শুধুমাত্র সল্টলেক নয়, এদিন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের বাজারেও হানা দেন ইবি-র আধিকারিকরা। ব্যারাকপুরের বাজারে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন ইবির আধিকারিকরা। বিক্রেতাদের দাবি, পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলেই বাজারজাত পণ্যের দাম বেড়েছে। কেউ কেউ আবার অতিরিক্ত বৃষ্টিকেও দাম বাড়ার জন্য দায়ী করেছেন।