BRAKING NEWS

Goddess of wealth : ঘরে ঘরে নিষ্ঠার সাথে হচ্ছে ধনের দেবী লক্ষ্মীপূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনীয়া/ শান্তিরবাজার, ১৯ অক্টোবর৷৷ ধনের আরাধ্য দেবী লক্ষ্মী পূজার প্রস্তুতি প্রায় চূড়ান্ত৷ ধর্মপ্রাণ হিন্দু বাঙ্গালীদের ঘরে ঘরে চলেছে লক্ষ্মী পুজোর আয়োজন৷ মা বোনদের মধ্যে এখন ব্যস্ততার সঙ্গে৷অনেকে আবার চিরাচরিত প্রথা অনুযায়ী আল্পনায় তুলছেন ঘরবাড়ি৷সবকিছুকে ছাপিয়ে অবশেষে আমবাসায় জমে উঠেছে গত বছর করোনা আবহের কারণে বাজার ঠিক তেমনভাবে জমে না উঠলেও এ বছর জমে উঠেছে লক্ষ্মী পুজোর বাজার৷


ধনের দেবীকে তুষ্ট করতে মাতোয়ারা গৃহস্থরা৷ আমবাসায় গতকাল থেকেই চলছে লক্ষ্মী পুজোর বাজার৷ মঙ্গলবার সকাল থেকেই বাজারে ক্রেতাদের ভিড়৷ মূর্তির দাম অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি৷কিন্তু চাহিদাও রয়েছে৷ ফলের দোকানের অবস্থাও একই রকম৷ নিত্য দিনের তুলনায় কিছুটা বেড়েছে ফলের দাম৷ বাজি পটকার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা৷ মিষ্টির দোকানেও পরিলক্ষিত হচ্ছে লাইন৷ সবকিছু মিলিয়ে লক্ষ্মী পুজোর বাজার এক অন্য মাত্রা নিয়ে এসেছে আমবাসায়৷ ব্যবসা ভালো হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির ঝলক পরিলক্ষিত হচ্ছে বিক্রেতাদের মুখে৷ ধন দেবিকে তুষ্ট করতে পকেটের দিকে তাকাচ্ছেন না কেউ৷ বেগ ভর্তি করে বাজার যাচ্ছে গৃহস্থের ঘরে ঘরে৷


এদিকে, কোজাগরী লক্ষীপূজাকে কেন্দ্রকরে শান্তির বাজারে জমজমাট বাজার জমেছে৷ রাত পোহালেই কোজাগরী লক্ষীপূজা৷ বাঙ্গালীর বারো মাসে ১৩ পার্বনের মধ্যে রয়েছে কোজাগরী লক্ষীপূজা৷ সকলে ধন সম্পদ বৃদ্ধীর লক্ষ্যে ঘরে ঘরে লক্ষীদেবীর পূজাকরেথাকে৷ শারদীয় দূর্গোৎসবের রেশ কাটতে না কাটতে মঙ্গলবার লক্ষীপূজাকে কেন্দ্রকরে শান্তির বাজার ব্যাপকহারে লোকসমাগম ঘটে৷
লক্ষীপূজা উপলক্ষ্যে মহকুমার বাইরেথেকেও মৃৎশিল্পীরা লক্ষীর প্রতিমানিয়ে হাজির হয়েছে৷ স্থানীয় মৃৎশিল্পীরাও অনেক আশানিয়ে লক্ষীর প্রতিমানিয়ে বাজারে বসে আসে৷ তারপাশাপাশি বিভিন্ন রকমারি ফল ও বিভিন্নরকমারী বাজী নিয়ে দোকানসাজিয়ে বসেছে ব্যাবসায়ীরা৷ তবে আজকের এই জমজমাট বাজারে বৃষ্টি কিছুটা ভিলেনের আকার ধারনকরেছে৷ মৃৎশিল্পী ও ফল বিক্রেতাদের সঙ্গে কথাবলে জানাযান অন্যান্যবছরের তুলনায় এইবছর লক্ষীর প্রতিমা ও ফলের দাম বৃদ্ধীপেয়েছে৷ সন্ধ্যাহবার সঙ্গে সঙ্গে বাজারে ব্যাপকহারে লোকসমাগম ঘটছে৷ সকলের একটাই আশা এইবছর লক্ষীপ্রতিমা ও ফল বিক্রিকরে কিছুটা লাভের মুখ দেখতেপারবে৷


বিলোনিয়া ধনদেবী লক্ষীকে আহ্বানের প্রস্তুতি চলছে প্রত্যেকের বাসগৃহে৷পসরাসাজিয়ে বাজার গুলিতে বসেছে দোকানিরা৷হরেক রকমের মোম,মালা,লক্ষীদেবীর পায়ের ছাপ নিয়ে বিলোনীয়া একনং টিলা বাজারে হাজির দোকানিরা৷যগ্গের আমকাঠ,নানা রকমের ফুল সহ পূজার বিভিন্ন উপকরন নিয়ে বাজারে হাজির দোকানিরা ক্রেতাদের আশায় পসরা সাজিয়ে বসেছে৷বিভিন্ন জায়গা থেকে মৃৎশিল্পীরা দেবির ছোটবড় মূর্তি নিয়ে এসেছে,সঙ্গে বসেছে বিভিন্ন রকমারি রসালো ফলের দোকান গুলিও,করোনার আবহে ব্যাবসা মন্দা থাকলেও উৎবের সময়ে কিছুটা লাভ করার ইচ্ছে নিয়ে বসেছে ব্যাবসায়ীরা,বিভিন্ন মাপের ছোট্ট বড় মূর্তি নিয়ে হাজির হয়েছেন ব্যাবসায়ীরা৷ক্রয়ক্ষমতার মধ্যে মূর্তির দাম,মঙ্গলবার সকালে বিলোনীয়া একনং টিলা বাজারে ক্রেতাদের ভীড় ছিল লক্ষ্যনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *