BRAKING NEWS

Amit Shah assures help in dire flood : কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস অমিত শাহর

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি.স) : কেরলে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি বলেছেন, কেন্দ্র কেরলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইতিমধ্যেই রাজ্যের বৃষ্টি-বিধ্বস্ত অংশে উদ্ধার কাজে সহায়তা করার জন্য এনডিআরএফ দল মোতায়েন করেছে। তিনি ট্যুইট করে বলেন, ‍’ভারী বৃষ্টিপাত এবং বন্যার প্রেক্ষিতে আমরা কেরলের কিছু অংশের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছি। অভাবী মানুষকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তা দেবে। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ইতিমধ্যেই এনডিআরএফ টিম পাঠানো হয়েছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা জানাই।’

রবিবার সকালে বৃষ্টি কমলেও বিভিন্ন এলাকা জলমগ্ন। শনিবার সারারাত প্রবল বৃষ্টি হওয়ায় বিভিন্ন জায়গা বিপর্যস্ত। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ স্তরে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিকে, কেরলের মুখ্যমন্ত্রী কোট্টায়ম ও ইদুক্কির মত বন্যা বিপর্যস্ত জেলাগুলি থেকে দ্রুত উদ্ধার কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। এছাড়াও বন্যার ত্রাণ শিবির গুলিতে করোনা বিধি-নিষেধ মেনে চলা মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহারের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে পড়েছে এনডিআরএফ। তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় বায়ু সেনা ও নৌ সেনার সাহায্য চেয়েছে কেরল সরকার। কোট্টায়ম ও ইদুক্কি জেলায় এদের মধ্যে ১১ টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে এনডিআরএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *