BRAKING NEWS

সন্ত্রাসী ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের জনগণ : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.): কাশ্মীরে উপর্যুপরি সন্ত্রাসী হামলা বাড়ছে। কখনও হত্যা করা হচ্ছে সাধারণ মানুষকে, কখনও শহিদ হচ্ছেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা। সন্ত্রাসবাদীদের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানালেন, জম্মু ও কাশ্মীরের জনগণ সন্ত্রাস ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। জম্মু ও কাশ্মীরকে এগিয়ে নিয়ে যেতে চান তাঁরা। মঙ্গলবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, “সমাজে বিভেদসৃষ্টির প্রচেষ্টায় প্রলুব্ধ হবেন না জম্মু ও কাশ্মীরের জনগণ। তাঁরা জম্মু ও কাশ্মীরকে এগিয়ে নিয়ে যেতে চান।” সোমবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জেসিও-সহ ভারতীয় সেনার ৫ জওয়ানের মৃত্যু প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেছেন, “যারা সন্ত্রাসে বিশ্বাসী তারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পছন্দ করবে না, বিগত ২ বছর ধরে রাজ্যে শান্তি বিরাজমান এবং উন্নয়নও হয়েছে। তাই কাপুরুষোচিত হামলা চালাচ্ছে।”

‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অংশ হিসেবে মঙ্গলবার সকালে দিল্লির হুমায়ুন সমাধির কাছে মাসব্যাপী ‘স্বচ্ছ ভারত’ অভিযানে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। নিজ হাতে নোংরা, আবর্জনা পরিষ্কার করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “ভারত স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপন করছে। ভারতকে পরিষ্কার এবং সুন্দর করতে হবে আমাদের। যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ১-৩১ অক্টোবরের মধ্যে ৭৫ লক্ষ কেজি প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ১০ দিনের মধ্যেই গোটা দেশে ৩০ লক্ষের কেজির বেশি প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহ করা হয়েছে।” অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “যদি সবাই সচেতন হয় ও ডাস্টবিনেই বর্জ্য ফেলে, শুধুমাত্র তবেই ভবিষ্যতে এই ধরনের স্বচ্ছতা অভিযান চালানোর প্রয়োজন হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *