Silent processions and demonstrations : কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। লাখিমপুর কান্ডে কেন্দ্রীয় মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার দাবীতে এবং মন্ত্রী পুত্রকে দৃস্টান্ত মুলক শাস্তির দাবীতে কংগ্রেসের উদ্যোগে কৈলাসহরে মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। সোমবার দুপুরে কৈলাসহরের মহকুমাশাসকের অফিসের সামনে কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে মৌন মিছিল শুরু করে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পোস্ট অফিসের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। মৌন মিছিল এবং বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা আশিস সেনগুপ্ত, যুব নেতা নজরুল ইসলাম সানু, অভিজিৎ সিনহা, ছাত্র নেতা জুবের আহমেদ খান সহ আরও অনেকে।

বিক্ষোভ প্রদর্শন শেষে ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোঃ বদরুজ্জামান বলেন, সর্ব ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াংকা গান্ধীর উপর সমস্ত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে বরখাস্ত করা না হলে কংগ্রেস ঊনকোটি জেলায় আরও বৃহত্তর আন্দোলন করবে বলে হুংকার দেন ।মৌন মিছিল চলাকালীন প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরজিত সিনহা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এবং উনি বলেন সারা দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে কংগ্রেসের উদ্যোগে মৌন মিছিল অনুস্টিত হচ্ছে। এরই অংগ হিসেবে ত্রিপুরা রাজ্যের আগরতলায় রাজ ভবনের সামনে মৌন মিছিল করার কথা থাকলেও আগরতলায় ১৪৪ ধারা জারী থাকায় আগরতলায় এই প্রোগ্রাম করা যাওয়াতে কৈলাসহরে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের জনবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরাজিত সিনহা।কংগ্রেস এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *