BRAKING NEWS

২-৫ অক্টোবর শ্রীলঙ্কা যাচ্ছেন শ্রিংলা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হবে আলোচনা

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): অক্টোবরের ২ থেকে ৫ তারিখ অবধি শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ২-৫ অক্টোবর এই সফরে ভারত-শ্রীলঙ্কা স্বীপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবেন শ্রিংলা। এছাড়াও করোনা, চলমান দ্বিপাক্ষিক প্রোজেক্টের অগ্রগতি খতিয়ে দেখবেন ভারতের বিদেশ সচিব।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ দিনের সফরে শনিবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ৫ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। ভারতের ‘প্রতিবেশী সর্বাগ্রে’ নীতিতে শ্রীলঙ্কা কেন্দ্রীয় স্থান দখল করে আছে। এই সফরে ভারত-শ্রীলঙ্কা স্বীপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করবেন শ্রিংলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *