নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৯ সেপ্ঢেম্বর৷৷ উদয়পুর মহকুমা রাধাকিশোরপুর থানার অন্তর্গত চন্দ্রপুর কলোনির হত দরিদ্র দ্বাদশ উত্তীর্ণ যুবক অমর সূত্রধরের গত ছাবিবশে সেপ্ঢেম্বরে বাইকের ধাক্কায় আহত হওয়া এবং গতকাল আঠাশে সেপ্ঢেম্বর জি বি হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুর কোলে ঢলে পরার ঘটনায় গোটা এলাকায় মানুষ সহ উদয়পুর চন্দ্রপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মচারী বৃন্দ আজ মৌন মিছিল সংগঠিত করে উদয়পুর চন্দ্রপুর কলোনি এলাকার জাতীয় সড়ক সহ বিভিন্ন গ্রামীণ রাস্তা পরিক্রমা করে৷ পিতা মানিক সূত্রধর পেশায় কাঠ মিস্ত্রি৷
উল্লেখ্য গত রবিবার ঝড়বৃষ্টিতে একটি বাইক আচমকা অমরকে সজোরে ধাক্কা মারে এবং আহত হয়ে জি বি হাসপাতালের ট্রমা সেন্টারে মৃত্যুর কোলে ঢলে পরে৷ গতকাল অমরের নিথর দেহ সৎকারে র জন্য উদয়পুর চন্দ্রপুর কলোনি নিজ বাড়িতে নিয়ে আসলে চন্দ্রপুর কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক অমিত কুমার দেবনাথ, অভিষেক দাস ও উদয়পুর চন্দ্রপুর কলোনি সি আর সি সেন্টারের সি আর পি অপুরাম সরকার অমরের মৃত দেহে ফুলের মালা দিয়ে শেষ বিদায় জানান৷