প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রঘুবেন্দ্রর, মোদী জানালেন ইতিহাসের প্রতি তাঁর আবেগে অভিভূত

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ রঘুবেন্দ্র তানওয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তানওয়ারের সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। রঘুবেন্দ্র প্রধানমন্ত্রীকে ‘ভারতের বিভাজন’ নামক একটি বইও উপহার দেন। এই সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী তাঁর টুইট বার্তায় জানিয়েছেন, “রঘুবেন্দ্র তানওয়ারের সঙ্গে দুর্দান্ত আলোচনা হয়েছে। ভারত বিভাজন ও ইতিহাস সম্পর্কিত অন্যান্য বিষয়ে তাঁর কাজ সম্পর্কে তিনি আমাকে অবগত করেছেন। তিনি একজন ভালো মনের অধিকারী এবং ইতিহাসের প্রতি তাঁর আবেগ দেখে আনন্দিত।”