নবান্নে মুখ্যমন্ত্রী, দুর্যোগের মোকাবিলায় নির্দেশ গেল জেলাগুলিতে

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘনিয়েছে আশঙ্কার নিম্নচাপ। তার ওপর বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আর জঙ্গিপুর-সামশেরগঞ্জে নির্বাচন। এই পরিস্থিতিতে নবান্নে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অবিরাম বৃষ্টিতে ভাসছে বাংলার বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে চলছে ঝোড়ো হাওয়াও। মুখ্যসচিবকে সঙ্গে নিয়ে বৈঠকে বসে সমস্ত জেলা থেকে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও বিপর্যয় মোকাবিলা দফতরের সচিবও।

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত হঠাৎই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে গতকাল থেকেই। দফায় দফায় বৃষ্টির সঙ্গে মঙ্গলবার থেকে ঝোড়ো হাওয়া বইছে মঙ্গলবার থেকেই। মঙ্গলবার রাতভর বৃষ্টির পর বুধবারও বৃষ্টির হাত থেকে রক্ষে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও বীরভূম জেলায় বৃষ্টি চলছে অবিরত। ফলে বাংলার বহু জায়গা ফের প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ভবানীপুরে ভোটের আগের দিন বৈঠক বসেন মুখ্যমন্ত্রী।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন আর জঙ্গিপুর-সামশেরগঞ্জে নির্বাচন। তবে, নির্বাচন কমিশনের চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে মূলত ভবানীপুরের ভোটই। ভবানীপুর কেন্দ্রের যে জায়গায় জল জমে, সেই জায়গাগুলি নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কলকাতা পুরসভার সঙ্গে যৌথ পরিদর্শন করেছে। সব সময় পাম্প থাকবে সেই এলাকাগুলিতে, জল বের করার জন্য। বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্ট দুটি নৌকারও ব্যবস্থা রাখছে। তিন ফুটের উপর জল জমলে এই নৌকাগুলি ব্যবহার করা হবে। পাশাপাশি আলাদা করে উদ্ধারকার্যের জন্য পরিবহণ ব্যবস্থা ও মজুত করে রাখা হচ্ছে। সিএসসি-কেও নির্দেশ দেওয়া হচ্ছে যাতে কোনওভাবে বিদ্যুৎ সংক্রান্ত কোনও সমস্যা যেন না হয়। বৃষ্টির জন্য তাই বিদ্যুতের ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

হি