পঞ্জাবের সাংসদ হিসেবে, সে রাজ্যে যা হচ্ছে তাতে হতাশ : মণীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি। বুধবার তিনি জানিয়েছেন, “পঞ্জাবের সাংসদ হিসেবে, সে রাজ্যে যা হচ্ছে তাতে আমি ভীষণ হতাশ।” কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং, নতুন মুখ্যমন্ত্রী হন চরণজিৎ সিং চান্নি। সবকিছু ঠিকই ছিল, এরইমধ্যে মঙ্গলবার পঞ্জাব কংগ্রসের প্রদেশ সভাপতি পদ থেকে ইস্তফা দেন নভজ্যোৎ সিং সিধু। সার্বিক এই পরিস্থিতির জন্য হতাশা ব্যক্ত করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারি।

বুধবার তিনি বলেছেন, “পঞ্জাবে শান্তি অত্যন্ত কঠিন বিষয় ছিল। প্রায় ২৫ হাজার মানুষ, যাঁদের মধ্যে অধিকাংশই কংগ্রসের সদস্য, ১৯৮০-১৯৯৫ সালের মধ্যে সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে লড়াই করে পঞ্জাবের শান্তির জন্য আত্মত্যাগ করেছিলেন। পঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা দরকার। কিন্তু বর্তমানে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”