দুই ম্যাচ হেরে আজ ফিনল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স) : আজ বুধবার সুদিরমান কাপে গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ফিনল্যান্ড। প্রথম দুটি ম্যাচে হেরে ভারত ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। তাই শেষ ম্যাচটি শুধু নিয়মরক্ষার।

দলের প্রথম সারির তারকা খেলোয়াড়রা এবারের টুর্নামেন্ট খেলতে যাননি। টুর্নামেন্টে গ্রুপ লিগের প্রথম ম্যাচে ভারতকে ১-৪ ম্যাচে হার মেনে নিতে হয় থাইল্যান্ডের কাছে। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল চিন। ১১ বারের চ্যাম্পিয়ন চীন, ৫-০ ম্যাচে ভারতীয় দলকে বেসামাল করে হারিয়ে দেয়।
এবার খেলতে যাননি দুটি অলিম্পিক্স মেডেল জয়ী পি ভি সিন্ধু। সরে দাঁড়ান লন্ডন গেমসের ব্রোঞ্জ পদক জয়ী সাইনা নেহয়ালও। এরপর চোটের জন্য ভারতীয় পুরুষ ডবলস জুটি চিরাগ- স্বতিক সিরাজ শেষ মুহুর্তে নিজেদের সরিয়ে নেন।