কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : বুধবার থেকে কলকাতা পুরসভার তরফে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের টিকা দেওয়া শুরু হচ্ছে। ৮ অক্টোবর পর্যন্ত চলবে পড়ুয়াদের টিকাকরণ। গত সপ্তাহে স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের দ্রুত টিকাকরণ করতে হবে। যেহেতু রাজ্য সরকার লক্ষ্যমাত্রা ধার্য করেছে পুজোর পর কলেজ ও বিশ্ববিদ্যালয় ও স্কুল খোলার আগেই টিকাকরণ করা হবে, তাই এই সিদ্ধান্ত।
সমস্ত জেলা প্রশাসনের কাছেই গিয়েছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার নির্দেশ গিয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী আগামী যেহেতু কোভ্যাকসিনকে হু এখনও ছাড়পত্র দেয়নি, তাই কোভিশিল্ড টিকাই ছাত্র সমাজকে দেবে স্বাস্থ্য দফতর। তবে লাইনে গিয়ে ভিড় করে নয় সংশ্লিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণের কেন্দ্র সম্পর্কে জানতে পারবে পড়ুয়ারা। একদিনে সর্বোচ্চ ৩০ জন পড়ুয়াকে টিকা দেওয়া হবে। এর সঙ্গেই স্বাস্থ্য দফতর জানিয়েছে, সরকারি হাসপাতালের টিকাকেন্দ্র এবং কলকাতা পুরসভা আয়োজিত শিবিরেও পড়়ুয়াদের টিকা দেওয়া হবে। তবে কতজনকে আর কোথায় দেওয়া হবে তার খুঁটিনাটি তথ্য দেবে নির্দিষ্ট কলেজ ও বিশ্ববিদ্যালয়। টিকাকরণের পুরো প্রক্রিয়া নজরদারি চালাবে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি। অর্থাৎ পড়ুয়াদের টিকাকরণের সমস্ত দায়িত্বে থাকতে চলেছে কলেজ ও বিশ্ববিদ্যালয়।

