পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর, চিঠি দিলেন সোনিয়াকে

চন্ডীগড়, ২৮ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু। মঙ্গলবার চিঠি লিখে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নিজের ইস্তফা দেওয়ার বিষয়টি জানিয়েছেন সিধু। কেন তিনি ইস্তফা দিলেন, তা সিধু নিজেই জানিয়েছেন। সোনিয়াকে লেখা চিঠিতে তিনি জানান, “পঞ্জাবের ভবিষ্যত ও পঞ্জাবের কল্যাণ নিয়ে আমি কখনও আপস করতে পারি না। তাই পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিচ্ছি। তবে, কংগ্রেসের হয়ে কাজ চালিয়ে যাব।”

পঞ্জাবের রাজনৈতিক মহল সূত্রের খবর, চরণজিৎ সিং চান্নি মন্ত্রিসভায় সিধু ঘনিষ্ঠ কয়েকজন বিধায়ক স্থান না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। হতাশার কারণ পঞ্জাবের নতুন অ্যাডভোকেট জেনারেল অমর প্রীত সিংয়ের নিয়োগও। এদিকে, সিধুর ইস্তফা দেওয়ার দিনই দিল্লিতে উড়ে গিয়েছেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। চন্ডীগড় থেকে দিল্লি উড়ে যান তিনি। এদিন সিধুর ইস্তফা দেওয়া প্রসঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী জানান, আমি কিছুই জানি না। সিধুর উপর তাঁর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে বলেও জানান চান্নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *