কলকাতা,২৮ সেপ্টেম্বর (হি. স.): মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ভার । শহর সহ তার আশপাশের এলাকায় ইতিমধ্যে শুরু হয়েছে বৃষ্টিপাত । এরই মাঝে ফের বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে ।
আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল রবিবার বিকেলেই আঁচড়ে পরতে পারে ঘূর্ণিঝড় গুলাব । যদিও আবহাওয়া দফতর জানান দিচ্ছে, বর্তমানে ঘূর্ণিঝড় গুলাব বঙ্গ থেকে সরে গিয়েছে । ঘূর্ণিঝড় সরে গেলেও আরব সাগরের দিকে সরে যাওয়ার পর নতুন করে শক্তি সঞ্চয় করেছে । যার ফলে আগামী ২ দিন ঝড়বৃষ্টি হবে রাজ্য জুড়ে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার ভারী থেকে অতি ভারীর বৃষ্টির সম্ভাবনা । ইতিমধ্যেই ১৪ টি জেলায় জারি হয়েছে সতর্কবার্তাও ।

