Rain disrupted power supply : সামান্য ঝড়-বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ রবিবার বিকেলের ঝড় বৃষ্টিতে জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে৷ হঠাৎ আজ বিকালে দমকা ঝড়ো হাওয়ায় উদয়পুর শহর সংগ্রহ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়৷ খিলপাড়া, জামজুড়ি ও কাকড়াবন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে৷

এসটি-এলটি লাইনের তারে সুপারি গাছ সহ অন্যান্য গাছ বিদ্যুৎ পরিবাহি তারে আটকে থাকে৷ ফলে বিদ্যুৎ পরিষেবায় ব্যাঘাত ঘটে৷ এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়৷ ক্ষোভ সৃষ্টি হয় এলাকাবাসীর মধ্যে৷ বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ দপ্তরের কর্মীরা যুদ্ধ কালীন তৎপরতায় বিদ্যুৎ সছল করার চেষ্টা চালাচ্ছেন৷ এদিকে রাজধানী আগরতলা শহরের আশেপাশের এলাকাতেও বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ বহু জায়গায় গাছের ডালপালা বিদ্যুৎ পরিবাহী তারের উপর ভেঙ্গে পড়েছে৷ রাজ্যের অন্যান্য মহকুমা থেকে প্রাপ্র সংবাদে জানা গিয়েছে সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *