নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ সেপ্ঢেম্বর৷৷ সাতসকালে রাস্তার পাশে গাঁজা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য৷ ঘটনা রবিবার সাত-সকালে৷ খবরে প্রকাশ, রবিবার সাত-সকালে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট মেথারাইবাড়ি সুকল সংলগ্ণ এলাকায় প্রাতঃভ্রমণে বেরোনো লোকজন প্রত্যক্ষ করে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে ধানের জমির মধ্যে প্যাকেট ভর্তি শুকনো গাঁজা পরে আছে৷ সেগুলো প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষ-জন খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়৷
তবে এলাকার একটি নির্ভরযোগ্য সূত্রের খবর, এলাকার একাংশ মানুষজন পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই যে যার মতো করে গাঁজা নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচটি গাঁজা ভর্তি প্যাকেট উদ্ধার করে৷ পুলিশ পাঁচটি প্যাকেটে মোট ৭০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে থানা নিয়ে যায়৷তবে সাত সকালে কোথা থেকে এই গাঁজার প্যাকেট গুলো এখানে এলো তা নিয়ে কিন্তু হাজারো কৌতূহলের সৃষ্টি হয়েছে৷
তবে জনমনে প্রশ্ণ, ৭০ কেজি গাঁজা পুলিশের হাতে ধরিয়ে দিয়ে কয়েক কোটি টাকার গাঁজা পাচার করা হলো না তো? তবে এই গাঁজা পাচার বাণিজ্যের সঙ্গে কারা জড়িত এবং এই গাঁজা পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড কে, তাদের কি তেলিয়ামুড়া থানার পুলিশ গ্রেফতার করতে আদৌ কবে নাগাদ সক্ষম হবে, তা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ণ উকি মারছে জনমনে৷ এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে কী ধরনের ব্যাবস্থা গ্রহণ করে৷