BRAKING NEWS

আমেরিকা ও ভারত সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ : বাইডেন

ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (হি.স.): ভারত ও আমেরিকা সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে বাইডেন জানিয়েছেন, আমেরিকা-ভারত সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলাম আমরা। আমেরিকা সফরে গিয়ে সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। ওই বৈঠকে ভারত ও আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার বীজ বপন করা হয়েছে।

হোয়াইট হাউসে মোদী-বাইডেন বৈঠকের পর তাঁরা কোয়াড নেতাদের বৈঠকে অংশ নেন। চতুর্দেশীয় অক্ষ বা কোয়াড বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন ৪ দেশের রাষ্ট্রপ্রধানরা। পরে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করে জানিয়েছেন, “আমেরিকা-ভারত সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলাম আমরা। আমাদের দু’টি দেশ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং আমরা সমস্ত কঠিন চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *