Hanging body rescued from Khowai : খোয়াইয়ৈ উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২৪ সেপ্টেম্বর।। খোয়াইয়ৈ উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ। মৃত যুবকের নাম নিরঞ্জন মুন্ডা । ঘটনা বাইজালবাড়ি উদ্দমদা পাড়া এলাকায় । খোয়াইয়ের বাইজালবাড়ি উদ্দমদা পাড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা যায় ,নিরঞ্জন মুন্ডা মানসিক ভারসাম্যহীনতায় ভোগছিল ।

গত কিছু দিন আগে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বহু খোজা খোজির পরও খুজে পাওয়া যায় নি নিরঞ্জনকে।খোয়াই বাইজালবাড়ি পুলিশ ফাঁড়িতে নিরঞ্জনের নামে নিখোজ ডাইরিও করা হয় পরিবারের পক্ষ থেকে । অবশেষে শুক্রবার সকালে বাইজালবাড়ি উদ্দমদা পাড়া এলাকা থেকে নিরঞ্জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায় । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।