ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর (হি.স.): জাপানই ভারতের অন্যতম মূল্যবান অংশীদার। মার্কিন মুলুকে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে মোদী জানিয়েছেন, “জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে আমার, ওই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, যা আমাদের মধ্যে সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ভারত ও জাপানের মধ্যে সুদৃঢ় বন্ধুত্ব সমগ্র পৃথিবীর জন্য ভালো।”
শুক্রবার ওয়াশিংটনে মিলিত হন মোদী ও সুগা। ভারত ও জাপানের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে কী কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, নরেন্দ্র মোদী ও ইয়োশিহিদে সুগার মধ্যে ইন্দো-প্যাসিফিক, আঞ্চলিক উন্নয়ন, সাপ্লাই চেইন স্থিতিস্থাপকতা, বাণিজ্য, ডিজিটাল অর্থনীতি এবং পি২পি সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, মুম্বই-আহমেদাবাদ হাইস্পিড ট্রেন প্রোজেক্ট নিয়েও মোদী-সুগার মধ্যে কথা হয়েছে।

