মুম্বই, ২৪ সেপ্টেম্বর (হি. স.) : সমস্ত রেকর্ড ভেঙে শুক্রবার সকালেই সেনসেক্স পার করল ৬০ হাজারের গণ্ডি । পাল্লা দিয়ে বেড়েছে নিফটি-র সূচকও। ১৭ হাজারের গণ্ডি পার করে রেকর্ড গড়েছে নিফটিও।
এদিন সকালে বাজার খুলতেই লাভের মুখ দেখে ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিসআইসিআই ব্যাঙ্ক, টিসিএস-র মতো সংস্থা। বুধবারই দুপুরে সেনসেক্সের সূচক পৌঁছে গিয়েছিল ৫৯,৯৫৭.২৫ পয়েন্টে। বাজার বন্ধের সময় সেই সেনসেক্সের সূচকই ছিল ৫৯.৮৮৫.৩৬ পয়েন্টে। এ দিন সকালে বাজার খুলতেই সূচক ৪২৭ পয়েন্ট বেড়ে ৬০,৩১২.৫১ পয়েন্টে পৌঁছয়। অন্যদিকে, সেনসেক্সের পাশাপাশি নিফটিও রেকর্ড গড়েছে। এদিন সকালে বাজার খুলতেই একলাফে ১০৯ পয়েন্ট বাড়ে নিফটির সূচক। ১৭,৯৪৭ সূচকে সর্বকালীন সূচকের রেকর্ড গড়ে।

