২৭ সেপ্টেম্বর দেশব্যাপী স্বাস্থ্য মিশনের ঘোষণা, প্রদান করা হবে বিশেষ পরিচয়পত্র

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): আগামী ২৭ সেপ্টেম্বর, সোমবার দেশব্যাপী প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশনের রোলআউটের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনের অধীনে দেশবাসীকে একটি অনন্য ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র প্রদান করা হবে। ওই পরিচয়পত্রে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত রেকর্ড থাকবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্ডব্য। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর দেশজুড়ে প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশনের রোলআউটের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনের অধীনে দেশবাসীকে একটি অনন্য ডিজিটাল স্বাস্থ্য পরিচয়পত্র প্রদান করা হবে।

বৃহস্পতিবারই কোভিড-পরবর্তী ব্যবস্থাপনায় ন্যাশনাল কমপ্রিহেন্সিভ গাইডলাইনের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। মনসুখ জানিয়েছেন, এর ফলে স্বাস্থ্যকর্মীরা আগে থেকে কোভিড-পরবর্তী স্বাস্থ্য জটিলতার জন্য প্রস্তুত থাকতে পারবেন, রোগীদের পর্যাপ্ত চিকিৎসাও দেওয়া যাবে।