নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.): ভারতে আগের দিনের তুলনায় ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯২৩ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ২৮২ জনের, আগের দিনের তুলনায় অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। বুধবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩১,৯৯০ জন, ফলে ভারতে এই মুহূর্তে মোট সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশ। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৩,০১,৬০৪ জন (১৮৭-দিনের মধ্যে সর্বনিম্ন চিকিৎসাধীন রোগী), বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৩৪৯ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৫,২৭,৪৪৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩১,৯২৩ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৫ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.৯০ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৮৩.৩৯-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মোট ৮৩ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার ০৪৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৭১ লক্ষ ৩৮ হাজার ২০৫ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ২৮২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৪৬,০৫০ জন (১.৩৩ শতাংশ)।
ভারতে আরোগ্যের সংখ্যা আরও বাড়ল, বুধবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩১,৯৯০ জন। ফলে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,২৮,১৫,৭৩১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৭৭ শতাংশ। ভারতে এই মুহূর্তে সংক্রমণের হার ৬.০১ শতাংশ, বিগত ২৪ ঘন্টায় ২.০৯ শতাংশ। কেরলের করোনা-পরিস্থিতি রোজই চিন্তা বাড়াচ্ছে ভারতে। বিগত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯,৬৭৫ জন। এই সময়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে মৃত্যু হয়েছে ১৪২ জনের।