Strike for killing people : মানুষের সর্বনাশের লক্ষ্যেই ভারত বনধ : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ সংযুক্ত কিষান মোর্চার ডাকে ভারত বনধের তীব্র বিরোধিতা করে বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপাত্র সুব্রত চক্রবর্তীর কটাক্ষ, দেশের অর্থনীতি ও মানুষের সর্বনাশ করা বামেদের একমাত্র লক্ষ্য৷ তাই, ভারত বনধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ তাঁর দাবি, ত্রিপুরায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার চালিয়েছে এবং জনগণকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিচ্ছে৷


প্রসঙ্গত, কৃষি বিলের বিরোধিতায় সংযুক্ত কিষান মোর্চা আগামী ২৭ সেপ্ঢেম্বর ভারত বনধের ডাক দিয়েছে৷ তাই, আজ সাংবাদিক সম্মেলনে সুব্রত বাবু কৃষি বিলের ইতিবাচক দিক তুলে ধরেছেন৷ তাঁর কথায়, নয়া কৃষি বিল কৃষকের উতাদিত ধান বিক্রিতে ন্যুনতম সহায়ক মূল্য নিশ্চিত করেছে৷ শুধু তাই নয়, অনলাইনে ধান বিক্রির মঞ্চ তৈরী হয়েছে৷ তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষক সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ছবি পাঠিয়ে বীমা দাবি করতে পারবেন৷ সাথে তিনি যোগ করেন, কিষান সম্মান নিধি যোজনায় ডিবিটির মাধ্যমে কৃষকরা বছরে ৬০০০ টাকা পাচ্ছেন৷


তিনি বলেন, ভারত বনধ দেশের অর্থনীতির জন্য ভয়ংকর৷ কারণ, ওই বনধ আর্থিক দিক দিয়ে ভীষণ ক্ষতি বহন করবে৷ শুধু তাই নয়, সুবিধাভোগীর কাছে অর্থ প্রদান থমকে যাবে৷ তাতে, মধ্যবিত্ত এবং গরীব অংশের মানুষের ভীষণ ক্ষতি হবে৷ বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র সুব্রত চক্রবর্তী বনধের সমর্থনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের প্রচারের তীব্র সমালোচনা করেন৷ তিনি বলেন, দীর্ঘ ২০ বছর মুখ্যমন্ত্রী পদে মানিক সরকার মানুষের সর্বনাশ করে গেছেন৷ অথচ, এখন ক্ষমতা হারিয়ে তিনি বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের জন কল্যাণমুখী কাজের সমালোচনা করে চলেছেন৷


এদিন সুব্রত বাবু দাবি করেন, ত্রিপুরাবাসী বিজেপি-আইপিএফটি জোট সরকারের দৌলতে সমস্ত সরকারী সুযোগ-সুবিধা ভোগ করছেন৷ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি মানুষের কাছে পৌছে যাচ্ছে৷ শুধু তাই নয়, ফড়েদের জমানা শেষ হয়েছে৷ তিনি জোর গলায় বলেন, এখন দাবি আদায়ে মিছিলে হাটতে হয় না কিংবা ডেপুটেশনও দিতে হচ্ছে না৷