সময় দিলেন না অধ্যক্ষ, বুধবারের বদলে বৃহস্পতিবার ইস্তফা বাবুলের

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স) : বিজেপির টিকিটে লোকসভা ভোটে জিতে ঘাস ফুল শিবিরে যোগদান করায় সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চান বাবুল সুপ্রিয়। বুধবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা দেবেন পদত্যাগপত্র। কিন্তু সেটা আর হল না।

শুরু থেকেই জল্পনা ছিল অধ্যক্ষের সঙ্গে আসানসোলের সাংসদের সাক্ষাতের বিষয় নিয়ে। কারণ সংসদের অধ্যক্ষ ওম বিড়লা সাংসদ বাবুলকে সময় দিয়েছেন কিনা তা স্পষ্ট ছিল না। আর সেটাই ঘটল। বুধবার লোকসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করা হল না বাবুলের। এদিন বাবুলকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি ওম বিড়লার অফিস থেকে। সেই কারণে আগামীকাল বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষের অধ্যক্ষের কাছে পদত্যাগপত্র জমা দেবেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
তৃণমূলে যোগদান করেই বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, বিজেপির টিকিটে জেতা লোকসভার সাংসদ পদ ছেড়ে দেবেন। রবিবার সাংবাদিক বৈঠকে জানান, বুধবার দিল্লি যাচ্ছেন। স্পিকারের কাছে সময় চেয়েছেন। স্পিকার ওম বিড়লা তাঁকে সময় দিলেই ইস্তফাপত্র তুলে দেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী বুধবার দিল্লির উদ্দেশ্যে উড়ে যান বাবুল।

তৃণমূল সূত্রের খবর, বাবুল সাংসদ থেকে ইস্তফা দিলেই কাঁথির সাংসদ শিশির অধিকারী এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর সাংসদ পদ খারিজে চাপ বাড়াবে দল। কাঁথি এবং তমলুকের দুই সাংসদ এবার লোকসভার বাদল অধিবেশনে যোগ দেননি। ২০২১-এর বিধানসভা ভোটের আগে তাঁদের গতিবিধি নিয়ে জল্পনা শুরু হয়। তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপি সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন তাঁরা। কাঁথিতে অমিত শাহের সভামঞ্চে শিশিরকে দেখা গিয়েছিল। আবার হলদিয়ায় প্রধানমন্ত্রীর একটি সরকারি কর্মসূচির মঞ্চে হাজির ছিলেন দিব্যেন্দু।