নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর।। আগামী ৬ অক্টোবর আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ডিপ্রাইভড রিটার্ন্স মুভমেন্ট কমিটি। ৯দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের এই কঠোর সিদ্ধান্ত বলে বুধবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়। ডিপ্রাইভড রিটার্ন্স মুভমেন্ট কমিটি রাজ্য সরকারকে তিন দিনের সময় দিয়েছে।
তাদের সঙ্গে বৈঠক না করলে চম্পক নগর ব্রীজ সংলগ্ন সাধুপাড়া এলাকায় অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে দেবে।সংগঠনের জেনারেল সেক্রেটারি অমৃত রিয়াং এই সংবাদ জানান। তিনি বলেন স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে তাদেরকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়সীমার মধ্যে দায়িত্বপ্রাপ্ত দপ্তর তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আগামী ৬ অক্টোবর থেকে অনিদৃষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব লোকজনের অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা রয়েছে সেগুলি প্রত্যাহার করে নেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মামলা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে না। ফলে তারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।