নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ সেপ্ঢেম্বর৷৷ ব্রাউন সুগার পাচারের পথে দামছড়া থানাধীন কার্গিল টিল্লা এলাকা থেকে পুলিশের জালে আটক এক পুলিশ কর্মী৷ধৃত পুলিশ কর্মীর নাম সুদীপ নাথ(৩৫)৷সে ধর্মনগর রেলস্টেশনে জিআরপি তে কর্মরত ছিল৷সাথে আটক দীপক দাস(২৮) নামের অপর এক নেশা কারবারি৷ তাদের কাছ থেকে মোট ১৫০ কৌটা ব্রাউন সুগার উদ্ধার করেছে দামছড়া থানার পুলিশ৷সাথে আটক একটি মটর সাইকেল ও দুটি মোবাইল ফোন৷দামছড়া থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে ধৃতদের আদালতে সোপর্দ করেছে৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর মহকুমাধীন দামছড়া থানার ওসি অমল দেববর্মার বুদ্ধিমত্তায় ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে জালে তুলতে সক্ষম হয়েছে দামছড়া থানার পুলিশ৷ ধৃতদের মধ্যে রয়েছে রাজ্য পুলিশের এক পুলিশ কর্মী৷ধৃত পুলিশ কর্মী ধর্মনগর রেলস্টেশনে জিআরপি তে কর্মরত সুদীপ নাথ(৩৫) পিতা সুনির্মল নাথ৷বাড়ি বাগবাসা থানা এলাকায়৷ধৃত অপর নেশা কারবারি দীপক দাস(২৮) পিতা সীতেশ দাস৷বাড়ি ধর্মনগর থানাধীন পূর্ব হুরুয়া এলাকায়৷গতকাল বিকেল বেলা দামছড়া থানার ওসি অমল দেববর্মা ক্রেতা সেজে পুলিশ কর্মী সুদীপ নাথের সাথে কথা বলেন, এবং ব্রাউন সুগার ক্রয় করবেন বলে তাদেরকে দামছড়া এলাকায় আসার কথা বলেন৷ তারপর পুলিশ কর্মী সুদীপ নাথ তার এক সহযোগী দীপক দাসকে নিয়ে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে দামছড়ায় আসে৷দামছড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সানীয় থানা এলাকার কার্গিল টিল্লা এলাকা থেকে ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ পুলিশ কর্মী সুদীপ নাথ ও দীপক দাসকে হাতে নাতে আটক করে৷সাথে আটক করা হয় একটি টিভিএস আপাচি বাইক৷ উদ্ধার করা হয় দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন৷ তারপর দামছড়া থানার পুলিশ ১৫০ কৌটা ব্রাউন সুগার সহ দুই নেশা কারবারিকে তাদের হেফাজতে নিয়ে নেয়৷সাথে সানীয় থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দেয় পুলিশ৷
এদিকে পুলিশ সূত্রে জানা যায়, ব্রাউন সুগার পাচারের ধৃত মূল অভিযুক্ত সুদীপ নাথ একজন এসপিও পুলিশ কর্মী৷সে দীর্ঘদিন যাবৎ সরকারি দ্বায়িত্ব এড়িয়ে নেশা বানিজ্যের সাথে জড়িয়ে পড়েছিল৷ বর্তমানে উত্তর জেলা সহ আশপাশ এলাকায় ব্রাউন সুগার পাচারের মাষ্টার মাইন্ড হিসেবে পরিচিত লাভ করেছিল সুদীপ৷আর এই খবর জেলার পুলিশের সকল স্তরের জানা৷ কিন্তু এতদিন তথ্য প্রমানের অভাবে সুদীপকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ অবশেষে গতকাল হাতেনাতে আটক হয় নেশা পাচারের ফুলে ফেঁপে উঠা পুলিশ কর্মী সুদীপ নাথ৷
অপরদিকে আজ ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে দামছড়া থানার পুলিশ৷