Road blockade in Gomti district : পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে গোমতী জেলার কাকড়াবন উদয়পুর সড়ক অবরোধ করলেন খিলপাড়ার জনগন। মন্দির নগরী উদয়পুরের খিলপাড়া গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পানিয় জলের তীব্র সংকট চলেছে। পানীয় জলের সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় পঞ্চায়েত এবং দায়িত্ব প্রাপ্ত দপ্তরের কর্মকর্তাদের কাছে বারবার আমি জানিয়েও ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। কারণে বাধ্য হয়ে এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে খিলপাড়ায় পথ অবরোধ করেন। অবরোধের ফলে কাকড়াবন উদয়পুর সড়কে যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে যাত্রী দুর্ভোগ চরমে ধারণ করে।

অবরোধের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে আসেন। দপ্তরের দুই আধিকারিক এবং উদয়পুর পুরো পরিষদের প্রাক্তন চেয়ারম্যান শীতল মজুমদার সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। কলেজ ছুটে এসে তারা বিক্ষোভের মুখে পড়েন। এলাকাবাসী অভিযোগ করেছেন প্রায় সাড়ে তিন বছর ধরে খিলপাড়া এলাকায় জলের সমস্যা রয়েছে। তিন থেকে সাড়ে তিন মাস ধরে পাইপলাইনে পানীয় জল পাচ্ছেন না এলাকাবাসী।ফলে সমস্যা আরো চরম আকার ধারণ করেছে। প্রশাসনের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে বাধ্য হয়ে তারা আন্দোলনে শামল হন। পুর পরিষদের প্রাক্তন চেয়ারপারসন শীতল মজুমদার এ পরিস্থিতির জন্য দপ্তরের আধিকারিকদের দায়ী করেন। ব্যর্থতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ডিডব্লিউএস দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি চান পাইপলাইনে জল সরবরাহ নিশ্চিত করার আগে পর্যন্ত দিনে দু বেলা ট্যাংকারে করে এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে কিনা।


অবশ্য চাপের মুখে পড়ে দপ্তরের কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন পর্যন্ত পাইপলাইন সংস্কার করে পানীয় জল পাইপ লাইনের পৌঁছে দেওয়া সম্ভব হবে না ততদিন দুবেলা ট্যাংকারে করে এলাকায় পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সুনিদৃষ্ট প্রতিশ্রুতি পেয়ে অবরোধকারীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী পানীয় জল সরবরাহ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *