অটোয়া, ২১ সেপ্টেম্বর (হি. স.) : দেশের সাধারণ নির্বাচনে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টিতেই আস্থা রাখল কানাডাবাসী । সংখ্যাগরিষ্ঠায় লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। অনেক পিছনে কনসারভেটিভ পার্টি। লড়াই মূলত প্রধানমন্ত্রী ট্রুডোর লিবারেল পার্টির সঙ্গে বিরোধী কনজারভেটিভ পার্টির।
পার্লামেন্টের মোট আসন ৩৩৮। ভোটার ২ কোটি ৭০ লক্ষ। তবে বুথফের সমীক্ষা বলছে, কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। ফলে ট্রুডো কার হাত ধরে সরকার গঠন করে সে দিকে তাকিয়ে গোটা বিশ্ব। মহামারীর চতুর্থ ঢেউয়ের মধ্যে নির্বাচন ডাকায় সমালোচনার মুখে পড়েন তিনি। যদিও ট্রুডো জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারের বিষয়ে ভোটারদের মতামত জানতেই এই নির্বাচন। ট্রুডোর এই প্রস্তাব সমর্থন করেছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা, হিলারি ক্লিন্টন।

