আগরতলা, ২০ সেপ্টেম্বর (হি. স.) : ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি এখনি মিলেনি, তাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। আদালত মামলায় পক্ষভুক্তদের নোটিশ দিয়ে আগামীকাল পুণরায় শুনানির দিন ধার্য্য করেছে।
এ-বিষয়ে আইনজীবী শংকর লোধ বলেন, গত ১৩ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস ১৫ সেপ্টেম্বর আগরতলায় পদযাত্রার অনুমতি পুলিশের কাছে আবেদন জানিয়েছিল। কিন্ত, পুলিশ ওইদিন পদযাত্রার অনুমতি দেয়নি। তাই, পুণরায় ১৬ সেপ্টেম্বর পদযাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিল তৃণমূল। সেই আবেদনও পুলিশ খারিজ করে দিয়েছিল। তাই, গত ১৪ সেপ্টেম্বর পুণরায় নতুন দিনক্ষণ জানিয়ে ২২ সেপ্টেম্বর পদযাত্রার আবেদন করেছিল তৃণমূল। এখনো পর্যন্ত পুলিশ সেই আবেদনের বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। তাঁর দাবি, পুলিশের আইন মোতাবেক আবেদনে সম্মতি কিংবা অসম্মতি ৪৮ ঘন্টা পূর্বে জানাতেই হবে। কিন্ত, ২২ সেপ্টেম্বরের পদযাত্রা সম্পর্কে এখনো কিছুই জানায়নি, তাই আজ তৃণমূল কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছে।
তিনি বলেন, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ সমস্ত বক্তব্য শুনে এ-বিষয়ে আগামীকালের মধ্যে জানানোর জন্য সরকারী আইনজীবীকে নির্দেশ দিয়েছেন। শংকর লোধের দাবি, ওই মামলায় ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক, পশ্চিম জেলা পুলিশ সুপার, সদর মহকুমা পুলিশ আধিকারিক এবং পশ্চিম ও পূর্ব আগরতলা থানার ওসি-দের পক্ষভুক্ত করা হয়েছে। আগামীকালের মধ্যে ওই পদযাত্রা নিয়ে সিদ্ধান্ত আদালতে জানাতে হবে। তিনি বলেন, আগামীকাল সকালে ওই মামলার শুনানির দিন ধার্য্য করেছে আদালত।