Miscreants looted : বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার চালিতাছড়িতে এক বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা। দুষ্কৃতিকারীদের আক্রমণে মহিলা আহত হয়েছেন ‌। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সাব্রুমের চালিতাছড়িতে এক বিধবা মহিলার সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুস্কৃতীকারীরা। গতকাল রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ সাবরুম মহকুমার অন্তর্গত চালিতাছড়ি এডিসি ভিলেজের কেকই মগ পাড়ার বাসিন্দা বিজলি দের বাড়িতে দুই দুষ্কৃতিকারী হানা দেয়।ঘরের আলমারি ভেঙ্গে লুট করে নিয়ে যায় প্রায় দেড় লক্ষ টাকা, একটি দেড় ভরি ওজনের সোনার হার,একটি সোনার আংটি।

এছাড়াও ভাঙচুর চালায় বাড়িতে। মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করে এলাকারই দুই গুণধর ভাই বিষ্ণু ভৌমিক ও রুপন ভৌমিক। ধারালো দায়ের আঘাতে বিজল দে এর হাত কেটে যায় । মারধরের ফলে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন। ঘটনার সময় চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজন এসে রাতেই উনাকে মনু বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।


মনু বাজার থানায় দুই গুণধর ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা বিজলি দে। আক্রান্ত মহিলা জানান, বন্ধন ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। তার মধ্যে দেড় লক্ষ টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে। বাদবাকি দেড় লক্ষ টাকা ঘরের আলমারিতে রাখা ছিল । কলকাতায় পাঠরত উনার নাতির জন্য পাঠানোর জন্য রেখেছিলেন বলে জানান নির্যাতিতা বিধবা বিজলি দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *