নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): দেশের সমস্ত এইমস হাসপাতালের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বৈঠকে সমস্ত এইমস হাসপাতালকে একে-অপরের সঙ্গে সমন্বয়ের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে দিল্লির এইমস-এ দেশের ৬টি এইমস হাসপাতালের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।
এই পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, “আমি সমস্ত এইমস-কে একে-অপরের সঙ্গে সমন্বয় করার আহ্বান জানাচ্ছি, যাতে আমরা জনগণকে সর্বোত্তম স্বাস্থ্যসেবা প্রদান করতে পারি।” পর্যালোচনা বৈঠকে স্বাস্থ্য সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

