নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। সাবরুম মহকুমার অন্তর্গত কলাছড়া ও শাঁকবাড়ি এলাকাতে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধভাবে বিদ্যুৎ সাবস্টেশনে হামলা ভাঙচুর চালান। বিদ্যুৎ কর্মীদেরও লাঞ্ছিত করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে কলাছড়া এলাকার লোকজনরা ইলেকট্রিকের ৬৬কেভি সাতচাঁদ সাব-স্টেশন অফিসে ভাঙচুর চালায় ও শারীরিক ভাবে নিগৃহীত হন অফিসের কর্মচারীরা।
গতকাল রাত আটটা থেকে সাবরুম মহকুমার অন্তর্গত কলাছড়া ও শাঁকবাড়ি এলাকাতে বিদ্যুৎ পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধভাবে রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ ৬৬কেভি সাতচাঁদ সাব-স্টেশনে এসে ভাঙচুর চালায়। কর্মচারীদের শারীরিকভাবে নিগৃহীত করা হয়। ভেঙে ফেলা হয় দুটি বাইক এবং অফিসের বেশ কিছু আসবাবপত্র সহ বেশ কয়েকটি মেশিনও। ঘটনার পরিপ্রেক্ষিতে ৬৬কেভি সাতচাঁদ সাব-স্টেশন ম্যানেজার দেবাশিস মজুমদার জানান যে কলাছড়া এলাকাতে বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে রয়েছে ফেভকো নামক বহির রাজ্যের একটি বেসরকারি সংস্থা ।তাদের খামখেয়ালিপনার কারণেই গতকাল রাত থেকে বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত ছিল কলাছড়া এলাকার বাসিন্দারা।
উল্লেখ থাকে যে , রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্গা পুজো উপলক্ষে বিদ্যুতের লাইন মেরামতের কাজের জন্য পুরো মহকুমা জুড়ে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল।দিন গড়িয়ে রাত পর্যন্ত বিদ্যুৎ না থাকায় এলাকার লোকজন রা বিদ্যুৎ নিগমের স্টেশনে হামলা ও ভাঙচুর চালান। এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা না পেলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।