Attacked by drug addicts : হাতিপাড়ায় নেশাকারবারীদের হাতে আক্রান্ত সত্যভাষণের সংবাদকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ এবার নেশা সামগ্রী পাচারকারী এবং মাদক মাফিয়াদের হাতে আক্রান্ত সত্যভাষণ পত্রিকার সংবাদকর্মী তথা ডিটিপি অপারেটর প্রসেনজিৎ পাল৷ গতকাল গভীর রাতে গান্ধীগ্রাম হাতিপাড়া এলাকায় এক সহকর্মীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ী অরুন্ধুতিনগরে ফিরে আসার সময় দুষৃকতীদের হাতে আক্রান্ত হন প্রসেনজিৎ৷ জানা গেছে এই এলাকাটি নেশা কারবারিদের রমরমা এবং মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছিল৷ তাদের রোষানলে এবার পড়তে হলো সত্যভাষণ পত্রিকার সংবাদকর্মী প্রসেনজিৎকে৷ গভীর রাতে সহকর্মীকে বাড়ি পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার সময় দুষৃকতীদের হাতে আক্রান্ত হলেন তিনি৷ তাদের আক্রমণে রাস্তায় ছিটকে পড়েন প্রসেনজিৎ৷


তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে টানা কয়েক ঘণ্টা রাস্তার মধ্যে অচেতন অবস্থায় পরে থাকার পর বেশী রাত হয়ে যাবার পর যখন প্রসেনজিতের মা তার মোবাইলে ফোন করে তখনই এক পথচারী জানায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে মাটিতে পড়ে রয়েছেন প্রসেনজিৎ৷ সাথে সাথেই প্রসেনজিৎ এর বাবা ও এক ভাই সহ অন্যান্য সহকর্মীরা ছুটে গিয়ে তাকে দমকল বাহিনীর লোকজনদের সাহায্যে সংকটাপন্ন অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যান৷ প্রসেনজিৎ এর মাথায় আঘাত লাগায় বর্তমানে সে কোমায় রয়েছে৷ এদিন জিবি হাসপাতাল থেকে রেফার করা হয়েছে আইএলএস হাসপাতালে৷ এ নিয়ে এয়ারপোর্ট থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ দুষৃকতকারীরা প্রসেনজিৎ এর মোবাইল ও মানি পার্টস থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে৷