Bike theft from Sepahijla : সিপাহীজলা নৌকা ঘাট থেকে বাইক চুরি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার দুপুর দেড় ঘটিকায় পাঁচ বন্ধু মিলে সিপাহীজলা নৌকাঘাট যায় বুট চলার জন্য৷ কিন্তু দীর্ঘ ঘন্টাখানেক পর এসে দেখে সিপাহীজলা নৌকা ঘাট থেকে এক বন্ধুর সুপার প্লেন্ডার বাইকটি নেই৷ সঙ্গে সঙ্গে আকাশ ভেঙ্গে পড়ে ওই যুবকের৷ পরবর্তী সময়ে খবর দেয় বিশালগড় থানায়৷

বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ কিন্তু সিপাহীজলা নৌকা ঘাট থেকে নতুন নয় কিছুদিন পর পর সেখান থেকে বাইক চুরি হয়ে যায়৷ কিন্তু সিপাহিজলা অভয়ারণ্যের কর্তৃপক্ষের কোন ধরনের ভূমিকা নেই৷ যদি এই ধরনের ঘটনা ঘটে কি করে পর্যটকরা পর্যটন দপ্তরের ঘুরতে আসবে তা নিয়ে এক প্রকার প্রশ্ণের মুখে রয়েছে৷ বাইকটি চুরি হওয়ার সময় অজ্ঞাত পরিচয় এক যুবক শুয়েছিল বাইকের সামনে৷ বিশালগড় থানার পুলিশ এসে অজ্ঞাত পরিচয় যুবকের সাথে কথাবার্তা বললেও তাকে গ্রেফতার করেন নি৷ ছেড়ে দের ওই যুবককে৷পর্যটকদের দাবী যাতে নৌকা ঘাট এলাকায় সিসি ক্যামেরা লাগানো হয়৷