নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ বিলোনীয়া, ১৫ সেপ্ঢেম্বর৷৷ দক্ষিণ জেলার সাব্রুমের পোয়াংবাড়িতে দায়িত্ব পালন করতে গিয়ে শাসক দলের বাহুবলীদের হাতে আক্রান্ত হলেন বিডিও সহ চার সরকারী কর্মচারী৷ বেধরক মারধর করা হয়েছে বিডিও সহ সরকারী কর্মচারীদের৷ ত্রিশ চল্লিশজন সংঘবদ্ধভাবে তাঁদের উপর আক্রমণ চালায়৷ কোনও রকমে প্রাণে বাঁচেন তাঁরা৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে সাব্রুম মহকুমাজুড়ে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ এদিকে, দক্ষিণ জেলার জেলা শাসককে গোটা ঘটনা লিখিতভাবে জানিয়েছেন পোয়াংবাড়ি ব্লকের বিডিও৷ বিষয়টি মুখ্যসচিব পর্যন্ত গিয়েছে৷ মুখ্যসচিব ভারপ্রাপ্ত পুলিশ মহানির্দেশককে বলেছেন হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য৷
সংবাদে জানা গিয়েছে, পোয়াংবাড়ি ব্লকের বিডিও বিজয়ন্ত সরকারকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে৷ কেড়ে নেয়া হয়েছে তাঁর মোবাইল ফোন৷ জাম-কাপড় ছিড়ে ফেলা হয়েছে৷ ঘটনার সূত্রপাত বুধবার দুপুর এগারটা নাগাদ৷ জানা গিয়েছে, ২০১১ সালে বাম জমানায় পোয়াংবাড়ী ব্লক এলাকায় মাধবনগর গ্রাম পঞ্চায়েতে সরকারী ঘর পাওয়ার জন্য সমীক্ষা করা হয়৷ জিও টেগিং প্রক্রিয়ার মাধ্যমে সমীক্ষায় ২৪০ জনকে ঘর পাওয়ার জন্য উপযুক্ত বলে বাছাই করা হয়৷ আইনী বিধান মেনে এই প্রক্রিয়ায় বর্তমান বিডিও বিজয়ন্ত সরকার ঘর বন্টনের কাজ শুরু করেন৷
যখন ঘর বন্টনের জন্য প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হয় তখনই সমস্যার সৃষ্টি হয়৷ শাসক দলের নেতা নেত্রী সহ মাধবনগর গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা আপত্তি জানান৷ তাদের বক্তব্য ঘর দেওয়ার জন্য নতুন করে সমীক্ষা করতে হবে৷ এই বিষয়ে ব্লক আধিকারিক তথা বিডিও আপত্তি জানায়৷ এনিয়ে বিডিওর সাথে স্থানীয় শাসক দলের নেতাদের মতবিরোধ সৃষ্টি হয়৷ পক্ষান্তরে আগের তালিকা বাতিল করে নতুন তালিকা প্রনয়নের জন্য চাপ দেয়া হয় বিডিও-কে৷ কিন্তু, প্রশাসনিক কাজের ক্ষেত্রে রাজনৈতিক চাপ বরদাস্ত করতে নারাজ বিডিও বিজয়ন্ত সরকার৷ অবশেষে বিডিও শ্রী সরকার আধিকারিকদের নিয়ে ঘর বন্টনের জন্য একটি দল গঠন করেন৷ তিনি বারবার শাসক দলের নেতা নেত্রীদের বোঝানোর চেষ্টা করেন প্রশাসনিক কাজে যাতে বাধা দেয়া না হয়৷
শেষ পর্যন্ত বিডিও বুধবার অন্যান্য কর্মচারীদের নিয়ে ঘর বিলির কাজে মাধবনগর পঞ্চায়েত এলাকায় যান৷ সেখানে যেতেই বিডিও সহ অন্যান্যদের উপর হামলে পড়ে শাসক দলের বাহুবলীরা৷ এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ দেখা দেয় উত্তেজনা৷ খবর পেয়ে মহকুমা শাসক দেবদাস দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারীক লালহিম মলসম সহ পুলিশ গিয়ে কোনও রকমে আক্রমণকারীদের হাত থেকে বিডিও বিজয়ন্ত সরকারকে উদ্ধার করে৷ বাকিরা পালিয়ে আত্মরক্ষা করেছে৷
প্রশাসনিক কাজ করতে গিয়ে দুষৃকতীদের হাতে আক্রান্তের ঘটনায় জেলার পুরো টিসিএস অফিসারদের অ্যাসোসিয়েশন হতবাক৷ তাঁরা অফিস শেষে সবাই মিলিত হয়ে দক্ষিণ জেলার জেলা শাসকসাজু ওয়াহিদ এ সাথে দেখা করেন এবং দাবী জানান হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার৷

