নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। রাত পোহালেই বিশ্বকর্মা পূজা । দেবশিল্পী বিশ্বকর্মা পূজো উপলক্ষে গোটা রাজ্যে চলছে ব্যাপক তৎপরতা। ধর্মপ্রাণ মানুষ বিশ্বকর্মা পূজার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। কুমোর পাড়াতে বিভিন্ন স্থানে কারখানা হাট -বাজারে স্টুডিও তে চলছে প্রতিমার শেষ তুলির টান এবং কাজের সর্বশেষ মহড়া।প্রতি বছরের ন্যায় এ বছরও নানা স্থানে চলছে শিল্পীদেব প্রতিমা তৈরী করতে দিনরাত কঠোর পরিশ্রম।
আর কয়েক ঘন্টা পর শুক্রবার গোটা দেশ এবং রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি,বেসরকারি কল কারখানায়, ব্যবসা প্রতিষ্ঠানে, সেন্ডিকেটে যান বাহন মালিক ও অনেকের বাড়িতেই হবে বিশ্বকর্মা পূজা।উদয়পুর মহকুমার নেহেরু সুপার মার্কেটে মহিলা শিল্পী অনু দাস দেবনাথ জানান ,৫৪ বছর ধরে পূর্ণিমা স্টুডিওতে মাটির মূর্তির কারখানা রয়েছে। ২০ বছর একাজে স্বামী স্বপন দেবনাথ ও দুই ছেলে সুভাষ ও ছোট ছেলে অপু দেবনাথ সহ রাজ্যের বাইরে কয়েকজন শিল্পী সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। তবে অনু দাস দেবনাথ জানান, গত বছর ১৪০ টি মূর্তি তৈরি করেছেন। আর এবছর ৮০ টি তৈরী করলেন। এখন পযন্ত ৫৬ টি মূর্তি বিক্রি হয়েছে।আশা বাকী মূর্তি গুলিও বিক্রি হবে।তবে এবছর লাভ অনেক কম। এদিকে উদয়পুর বাজারে ফল ও মালা সাজিয়ে বসে আসে দোকানীরা। রাজ্য করোনার দাপট কমে গেছেে। ফলে অনেকই আনন্দে উৎসবে মেতে উঠেছে ।
সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমার বিভিন্ন স্থানে বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। দেব শিল্পীর পূজা উপলক্ষে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের সর্বত্র বাজার হাটে প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ক্রেতা সাধারণের হাত পুড়ছে অগ্নি শর্মা মূল্যে। এও আবার দেবশিল্পী বিশ্বকর্মা পূজোর প্রাক্কালে। দেব শিল্পীর পুজোর প্রাক্কালে বৃহস্পতিবার বাজারে পা রেখেই প্রত্যক্ষ করা গেল জম জমাট বাজার। করোণা পরিস্থিতি কালে এমন জমজমাট বাজাজ প্রত্যক্ষ করা যায়নি ইদানীং কালে। বাজারে মৃৎ শিল্পীরা প্রতিমা সাজিয়ে বসে আছে খদ্দেরের অপেক্ষায়। তেমনি ফল ব্যবসায়ী সহ অন্যান্য ব্যবসায়ীরাও পসরা নিয়ে বসে আছে। কিন্তু প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ফলমূলের দাম অগ্নি শর্মা। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দেবশিল্পীর পুজোয় ক্রেতা সাধারণের হাত পুড়ছে। কিন্তু এরপরেও কোন কিছুতেই খামতি রাখতে চাইছেন না বাজারে আসা ক্রেতাসাধারণ। এদিন প্রতিমা বিভিন্ন দামে বিক্রি হতে দেখা গেল। বাজারে আসা ক্রেতারা জানালো, দেব শিল্পীর মালা থেকে শুরু করে প্রতিমার দাম গগণচুম্বী, একই অবস্থা বিভিন্ন ফলমূলেরও। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারেও মানুষজন চাইছে দেব শিল্পীর পুজোয় আনন্দে মুখরিত হয়ে উঠুক আগামী শুক্রবার।
অভিশপ্ত করোনা ভাইরাস যেন কাল না হয়ে দাঁড়ায় এই দেব শিল্পীর পুজোর দিনে। তবে করোনা পরিস্থিতির ভয়াবহতা ভুলে গিয়ে তেলিয়ামুড়া বাজার জমজমাটের চেনা ছন্দে

