নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স) : অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার ৷ টেলিকম সেক্টরে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা এই ছাড়পত্র দেয় ৷ এর ফলে টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগের রাস্তা আরও সহজ হল ভারতে ৷ যদিও বিরোধীরা কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে৷ সবার আগে মুখ খুলেছে সিপিএম৷ প্রধানমন্ত্রীর হাতে গোনা কয়েকজন কর্পোরেট বন্ধুকে সুবিধা পাইয়ে দিতে টেলিকম সেক্টরে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়া হয়েছে বলে সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ৷
এদিন মন্ত্রিসভা বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ৷ তিনি বলেন, ‘টেলিকম সেক্টরে ১০০ শতাংশ এফডিআই-এ ছাড় দেওয়া হল ৷ এতদিন ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করা যেত অটোম্যাটিক রুটে ৷ এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে অটোম্যাটিক রুটে টেলিকম সেক্টরে এবার থেকে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হবে৷’