Two people injuried : শান্তিরবাজারে যান দূর্ঘটনায় গুরুতর দু’জন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১২ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজার মহকুমাশাসকের কার্যালয় সংলগ্ণ এলাকায় যান দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি৷ ঘটনার বিবরনে জানাযায় রবিবার রাত্রি আনুমানিক ৮ টা ৩০ মিনিট নাগাদ শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ণ এলকায় জাতীয় সড়ক একটি বাইকে সজোর ধাক্কা দিয়ে দিয়ে পালিয় যায় মারুতি অল্টো গাড়ী৷
এতেকরে বইকেথাকা দুই ব্যক্তি জাতীয়সড়কে ছিটকে পরেযায়৷ দুর্ঘটনায় দুই বাইক আরোহী গুরতর আহত হয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দমকলবাহীনির কর্মী ও আরক্ষা দপ্তরের কর্মীদের খবরদেয়৷ ঘটনার খবরপেয়ে দমকলবাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত দুই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধারকরে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়েযায়৷


যানাযায় আহত দুইজন তুলামুড়ার বাসিন্দা৷ আহত দুইব্যক্তি হলো রহিত দের্বমা ( ৩৪ ) ও বিশু দের্বমা ( ৩৬ )৷ পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পালিয়ে যাওয়াগাড়ী সম্পর্কে তদন্ত চালিয়েযাচ্ছে৷ এখন দেখার বিষয় গাড়ীচালককে আটক করতে পুলিশ কতটুকু সক্ষম হয়৷