মুম্বই, ১৩ সেপ্টেম্বর (হি.স.): মুম্বইয়ে কমেই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণ ও মৃত্যু উভয়ই নিয়ন্ত্রণে বাণিজ্যনগরীতে। মুম্বইয়ে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের। পাশাপাশি ৪২০ জন সুস্থ হয়েছেন। এই মুহূর্তে মুম্বইয়ে সক্রিয় রোগীর সংখ্যা ৪,৭৪৪।
সোমবার গ্রেটার মুম্বই পৌর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭,৩৫,৪০৩ ও সুস্থ হয়েছেন ৭,১২,১৬২ জন। নতুন করে ৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ১৬০২৮-এ পৌঁছেছে।