লন্ডন, ১২ সেপ্টেম্বর (হি.স) : ম্যাঞ্চেস্টারে ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট বাতিল হয়ে যাওয়ার পর সেই ম্যাচ এবং সিরিজ ঘিরে নানা প্রশ্ন উঠেছে। কবে খেলা হবে? আদৌ খেলা হবে কি না তা নিয়েও রয়েছে জটিলতা। ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিষ্যৎ জানতে তাই এ বার আইসিসির কাছে চিঠি দিতে পারে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর ইসিবি-র পক্ষ থেকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। শেষ টেস্ট না হওয়ার ফলে বিশাল আর্থিক ক্ষতির মুখে ইংল্যান্ড বোর্ড। আইসিসি-র তরফে যদিও এখনও চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়নি।
টেস্ট শুরুর আগের দিন ভারতীয় শিবিরে করোনার হানা। সাপোর্ট স্টাফ যোগেশ পারমার করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর সংস্পর্শে ছিলেন বেশ কিছু ক্রিকেটার। তাঁদের করোনা পরীক্ষার ফল যদিও নেগেটিভ এসেছিল। চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। এমন অবস্থায় শেষ ম্যাচ খেলা হয়নি।