Radukanu wins US Open : ইউএস ওপেন জিতলেন ব্রিটেনের এমা রাডুকানু

লন্ডন, ১২ সেপ্টেম্বর (হি.স) : ৫৩ বছরের অপেক্ষার অবসান। মহিলা তারকা এমা রাডুকানুর হাত ধরে লন টেনিসে খেতাব জয় ব্রিটেনের। অষ্টাদশী এমা কোয়ালিফায়ার হিসেবে প্রথম খেতাব জিতে ইতিহাস সৃষ্টি করলেন। ইউএস ওপেন ফাইনালে হারালেন কানাডার লায়লা ফার্নান্ডেজকে। স্ট্রেট সেটে ৬-৪, ৬-৩ ফলে প্রতিপক্ষকে উড়িয়ে দেন এমা। ব্রিটেনের রানী এলিজাবেথ এক বিবৃতিতে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এটি রাডুকানুর প্রথম ইউএস ওপেন এবং দ্বিতীয় গ্র্যান্ড স্লাম।

কানাডার টরেন্টোয় ২০০২ সালে জন্ম রাডুকানুর। বাবা রোমানিয়ার, মা চিনের। পাঁচ বছর বয়সে টেনিসে হাতেখড়ি হয় তাঁর। লন্ডনের ব্রমলি টেনিস অ্যাকাডেমিতে ভর্তি হন। বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় তিন বার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন ব্রিতেনের লন টেনিস তারকা। পুণেতে আইটিএফ উইমেন্স ওয়ার্ল্ড টেনিস ট্যুরে অংশ নিতে ২০১৯ সালের ডিসেম্বরে ভারতেও এসেছিলেন রাডুকানু। চ্যাম্পিয়নও হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *