Terrible theft at Arundhati Nagar : রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর পোস্ট অফিসে ভয়াবহ চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন অরুন্ধতী নগর পোস্ট অফিসে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। বৃহস্পতিবার গভীর রাতে চোরের দল আগরতলা অরুন্ধতী নগর পোস্ট অফিসের তালা ভেঙ্গে পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং টাকা চুরি করে নিয়ে যায়।

শুক্রবার পোস্ট অফিসের তালা খুলতে এসে দায়িত্বপ্রাপ্ত এক কর্মী লক্ষ করেন পোস্ট অফিসের সামনের দরজার তালা ভাঙ্গা। তার সঙ্গে কয়েকজন এজেন্ট ছিলেন। এজেন্টদের সঙ্গে নিয়ে পেছনের দিকে গিয়ে লক্ষ্য করেন পেছনের দরজা খোলা। সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিষয়টি পুলিশকে জানানো হয়। অরুন্ধতী নগর পোস্ট অফিসে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনার তদন্ত করে। পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত ওই কর্মী জানান আনুমানিক সাড়ে সাত হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। অনেকগুলি লকার ভেঙ্গে দিয়ে গেছে। এছাড়া বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে ফেলে দিয়ে গেছে। অরুন্ধতী নগর পোস্ট অফিসে চুরির ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর দাবি জানিয়েছেন।