অমৃতসর, ১০ সেপ্টেম্বর (হি.স.): উৎসবের মরশুমের কথা মাথায় রেখে পঞ্জাবে কোভিড বিধিনিষেধ ফের বাড়ানোর সিদ্ধান্ত নিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবে বাড়ানো হয়েছে কোভিড বিধিনিষেধ। পাশাপাশি ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলতেও অনুরোধ করা হয়েছে।
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুক্রবার জানানো হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্জাবে বাড়ানো হয়েছে কোভিড বিধিনিষেধ। রাজনৈতিক-সহ সমস্ত সমাবেশে ৩০০-র বেশি জমায়েত করা যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব মেনে চলতেও অনুরোধ করা হচ্ছে।