Youth arrested with three pistols : ধর্মনগরে তিনটি পিস্তল সহ ধৃত যুবক, জেরা করে বদরপুরে গ্রেপ্তার মহিলা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ সেপ্ঢেম্বর৷৷ দুরপাল্লার ট্রেনে সফররত এক যুবককে তিনটি পিস্তল সহ পুলিশ গ্রেফতার করেছে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার গভীর রাতে দেওঘর এক্সপ্রেস থেকে ধর্মনগর থানার পুলিশ জয়মনি চাকমাকে গ্রেফতার করেছে৷ আজ তাকে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ৷


ধৃত জয়মণির জবানবন্দির ভিত্তিতে অসমের করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থেকে জনৈক মহিলাকে গ্রেফতার করে ধর্মনগর থানায় নিয়ে এসেছে পুলিশ৷ ধৃত মহিলা দক্ষিণ ত্রিপুরা জেলার নতুন বাজারের বাসিন্দা শৈলরানি চাকমা বলে জানিয়েছেন এসডিপিও আইপিএস কান্তা জাংগির৷
ধর্মনগর থানার পুলিশ জানিয়েছে, দেওঘর এক্সপ্রেসে এক যুবক অস্ত্র নিয়ে ত্রিপুরায় ঢুকছে, এমনই খবর এসেছিল৷ ওই খবরের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ রেল স্টেশনে ছুটে যান৷ বুধবার রাত তিনটা নাগাদ ওই ট্রেন স্টেশনে ঢুকতেই তাতে তল্লাশি শুরু করে পুলিশ৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশ ধলাই জেলায় রইস্যাবাড়ি বিরাধন পাড়ার বাসিন্দা জয়মনি চাকমাকে আটক করে৷ তার কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার হয়েছে৷


তাঁকে গ্রেফতার করে পুলিশ ধর্মনগর থানার লক আপে রেখেছে৷ সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে পুলিশ সুত্রে দাবি৷ এদিকে, যুবকের কাছ থেকে পিস্তল উদ্ধারের ঘটনা ভীষণ রহস্যজনক বলে মনে করা হচ্ছে৷ কারণ, ত্রিপুরায় বর্তমানে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে৷ এরই মধ্যে পিস্তল উদ্ধার গভীর চিন্তায় ফেলেছে পুলিশ প্রশাসনকে৷