BRAKING NEWS

Rally was organized : আগরতলা শহরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে এক রেলির আয়োজন করা হয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট এর উদ্যোগে বুধবার রাজধানী আগরতলা শহরে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে উপলক্ষে এক রেলির আয়োজন করা হয় । রেলিটি আগরতলারবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়। বুধবার ফিজিওথেরাপি দিবস। এ উপলক্ষে ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলা শহরে এক সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয়। রিলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে অংশ নিয়ে সংগঠনের সম্পাদক বলেন, কোভিড পরবর্তী সময়ে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

কোভিড পরিস্থিতি চলাকালেও ফিজিওথেরাপিস্টরা তাদের পরিষেবা ঝুঁকি নিয়ে অব্যাহত রেখেছেন । ফিজিওথেরাপিস্ট ছাড়া যেকোনো স্বাস্থ্য শিবির অসম্পূর্ণ থেকে যায় বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। ফিজিওথেরাপিস্টদের সরকারি চাকরিতে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং তাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার ও প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। ফিজিওথেরাপি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকের দিনে এই সচেতনতামূলক সংগঠিত করা হয়।রেলিটি রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। কর্মকর্তারা জানান যাবতীয় অরুনা বিধি মেনেই স্বল্পসংখ্যক সদস্যদের নিয়ে এই রেলী সংগঠিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *