নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : আজ ৫ সেপ্টেম্বর। দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস। রবিবার শিক্ষক দিবস উপলক্ষে সমগ্র শিক্ষক ও শিক্ষা সঙ্গে যুক্তদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রবিবার তিনি টুইটে শিক্ষক দিবসে সমগ্র শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানান। দেশজুড়ে কোভিদ পরিস্থিতির মধ্যেও যেভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা দিয়েছেন তা অভিনন্দন যোগ্য। পাশাপাশি এই দিনটি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মতিথি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ-র জন্ম তিথিতে দেশজুড়ে শিক্ষক দিবস পালন করা হয়। তিনি একজন দার্শনিক লেখক এবং দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। তার জন্মদিনকে স্মরণে করে দেশজুড়ে শিক্ষক দিবস পালিত হয়।

