নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : ‘কৃষি আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি বাড়ি ফিরবেন না।’ রবিবার উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে মহাপঞ্চায়েতের আয়োজন করেছে সংযুক্ত কিসান মোর্চা। এই সভায় অবশ্যই যোগ দেবেন কৃষক নেতা রাকেশ টিকাইত। সভার আগেই তাঁর মুখে শোনা গেল বড় দাবি। তিনি বলেছেন,
রবিবারের মহা পঞ্চায়েত সভায় অসংখ্য মানুষ জমা হওয়ার সম্ভাবনা রয়েছে। টিকাইত বললেন, ‘একদম সঠিক সংখ্যাটা বলতে পারব না, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রচুর মানুষ আসবেন সভায়।’ তিনি আরও বলেন, মুজফ্ফরনগরে প্রচুর ভিড় হয়ে গেছে। ১০ থেকে ১২ কিমি দূর পর্যন্ত রাস্তা জ্যামে ফেঁসে। বোঝাই যাচ্ছে কত লোক আসবে। আজকের সভায় ‘মিশন উত্তরপ্রদেশ’ ঘোষিত হবে বলে ধারণা করা হচ্ছে। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহার চেয়ে আন্দোলনে ব্যাপকতা আনতে পশ্চিম উত্তরপ্রদেশে কর্মসূচি বাড়ানো হবে। আজ মিশন ইউপি এবং মিশন অফ দ্য কান্ট্রি শুরু হবে, বললেন কৃষক নেতা। অর্থাত্ এখন আন্দোলনের চাপ আরও বাড়াতে চলেছে কিসান মোর্চা। আইন প্রত্যাহার না হলে কোনও ‘ঘর ওয়াপসি’ হবে না।